Thursday 14 November 2013

কিভাবে ipad এ PPTP কানেকশন সেট করবেন

কিভাবে ipad এ PPTP কানেকশন সেট করবেন

 

VPN এর অর্থ "ব্যাক্তিগত বাহ্যিক কানেকশন", এটা আপনার ডিভাইসের সবরকম ডাটা এনক্রিপ্ট করতে পারে ।Ipad ভিপিএন L2TP, PPTP, অথবা  Cisco IPSecনিরাপত্তা সাপোর্ট করে , যা আপনার ব্যাক্তিগত তথ্য তে পাবলিক নেট এর মাধ্যমে প্রবেশ এ সাহায্য করে ।

Ipad এ ভিপিএন ব্যাবহার করতে আপনাকে প্রথমে ভিপিন বিন্যাস সেট করতে হবে । এখানে কিছু টিপস দেওয়া হলঃ

ভিপিএন বিন্যাস

Settings এ যান > General > Network > VPN > Add VPN Configuration। তারপর আপনার ডিভাইসে ভিপিএন সেটিংস ব্যাবহার করুন ।

 

তারপর সেটিংস এপ্লিকেশন খুলুন

Generalএ ক্লিক করুন

Network এ ক্লিক করুন

VPN ক্লিক করুন

Add VPN Configuration ক্লিক করুন

PPTP নির্বাচন করুন

বর্নণা এর জায়গায় , vpntrafficএ চাপুন

সার্ভার এর জায়গায় , আপনার প্রদত্ত সার্ভার বসান , ( যেমনঃ us.vpntraffic.com)

একাউন্টের জায়গায় প্রদত্ত ইউজারনেম বসান

একাউন্টের জায়গায় প্রদত্ত পাসওয়ার্ড বসান

সিউর হউন যে সেন্ড অল ট্রাফিক অন করা হয়েছে

সিউর হউন যে এনক্রিপশন অন করা হয়েছে

Save এ ক্লিক করুন

Home বোতাম এ চাপুন

এপ্লিকেশন সেটিংস খুলুন

VPN এ ক্লিক করুন

Vpntrafficএ ক্লিক করুন

VPN  সেট অন করুন

VPN বন্ধ অথবা খুলুন

যদি আপনি ভিপিএন বিন্যাস তৈরী করেন, তাহলে ভিপিএন বন্ধ অথবা খোলার মেন্যু সেটিংসে পাবেন

প্রথমে Ipadএ wifi  বন্ধ করুন , তারপর আবার সেটিংসে চালু করুন এবং কানেক্টিং শেষ হয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং স্ট্যাটাস বার এ ভিপিএন এর আইকন আসা পর্যন্ত অপেক্ষা করুন

বিঃদ্রঃ Ipad ভিপিএন ড্রপ করবে যখন নেটওয়ার্ক পরিবর্তন হবে।

 

আপনার ইন্টারনেট সংযোগ আনব্লক করুন , স্কাইপি , ভিওআইপি টিভি চ্যানেলস এ অবাধে প্রবেশ করুন , Hulu , Netflix , BBC iPlayer  থেকে ভিডিও লোড করুন , স্থান ভেদে নিষেধাজ্ঞাকে অতিক্রম করুন , এখানে বিশ্বের ৪০ টি দেশের সার্ভার আছে সাথে pptp এবং l2tp/ipsec সাপোর্ট

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.